নায‍্য পাওনা আদায়ের দাবীতে পথে নামলেন ডিভিসি র শ্রমিকরা

8th October 2020 9:20 am বাঁকুড়া
নায‍্য পাওনা আদায়ের দাবীতে পথে নামলেন ডিভিসি র শ্রমিকরা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  সি.এল বোনাস হলিডে সহ একাধিক প্রাপ্য সুবিধাগুলি ফিরে পাওয়ার দাবী নিয়ে বিক্ষোভ মিছিলের পথে হাটল  বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন্টেনেন্স সহ বিভিন্ন বিভাগের ঠিকা শ্রমিকরা । এই মিছিলে পা মেলান কারখানার ২৫০০থেকে৩০০০ জন শ্রমিক । ডি. ভি. সি তাপবিদ্যুত কেন্দ্র সংলগ্ন মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি লগপাড়া পরিক্রমা দুর্লভপুর মোড়ে শেষ হয় । মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের দাবী , আমরা দীর্ঘদিন যাবৎ বিভিণ্ণ ঠিকাদারী সংস্থার অধীনে কাজ করে আসছি মেজিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে । কিন্তু সংস্থাগুলি আমাদেরকে সি.এল , বোনাস , কাজ অনুসারে প্রাপ্য মজুরী সহ একাধিক সুবিধা থেকে বঞ্চিত করছে । এ নিয়ে আমরা বার বার আবেদন জানালেও কোনো সুরাহা মেলেনি ডি.ভি.সি তরফে । এর আগে আমরা ২মার্চ  ডি.ভি.সি কর্তৃপক্ষের কছে আমাদের দাবি গুলি জানিয়ে ছিলাম তারা আমাদের দাবি গুলি ১৫ আক্টোবরের মধ্যে সমধান করার আশ্বস দেন । ১৫ আক্টোবরের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়ব।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।